Monday, January 25, 2021

টিকার জন্য নিবন্ধন করবেন যেভাবে

ফাতেহ ডেস্ক:

২৭ জানুয়ারি চালু হচ্ছে করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধনের সফটওয়্যার- সুরক্ষা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিকভাবে ৫৫ বছরের বেশি বয়সি সাড়ে চার কোটি নাগরিক ও ফ্রন্টলাইনারদের তথ্য এর মাধ্যমে সংগ্রহ করা হবে। সোমবার বিকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধনের জন্য একটি ওয়েবসাইট সোমবার আনুষ্ঠানিকভাবে চালু করেছে বাংলাদেশ।

ওয়েবসাইটটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানে পুরো প্রযুক্তিটি কিভাবে ব্যবহার করা হবে, তা তুলে ধরেছেন কর্মকর্তারা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আইসিটি বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে এই অ্যাপলিকেশনটি তৈরি করেছে।

যারা কভিড-১৯ এর টিকা নিতে চাইবেন, তাদের এই ওয়েবসাইটের মাধ্যমে নাম নিবন্ধন করতে হবে। মোবাইলে ব্যবহারের জন্য একটি অ্যাপ তৈরির কাজ চলছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

যে ওয়েবসাইটে নাম নিবন্ধন করতে হবে

https://ift.tt/36bIyBD নামের ওয়েবসাইটে টিকা নিতে আগ্রহীদের নাম নিবন্ধন করতে হবে।

সেখানে প্রথমে নিজের পেশার ধরণ, পেশা বাছাই করার পরে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ দিতে হবে। বাংলাদেশের আইসিটি বিভাগের প্রোগ্রামাররা এই ডাটাবেজটি তৈরি করেছেন।

বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এটি একটি ওয়েব অ্যাপলিকেশন। দেশের ন্যাশনাল ডাটা সেন্টারে এটি হোস্ট করা হয়েছে। ফলে যত মানুষ এটায় নিবন্ধন করতে চাইবেন, সেই অনুযায়ী এর সক্ষমতা বৃদ্ধি করা যাবে।

The post টিকার জন্য নিবন্ধন করবেন যেভাবে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3iNa0KZ

No comments:

Post a Comment