Saturday, January 23, 2021

প্রথম বিদেশ সফরে কানাডা যাচ্ছেন বাইডেন

ফাতেহ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে কানাডা যাচ্ছেন জো বাইডেন। আগামী ফেব্রুয়ারি মাসে এ সফর হওয়ার কথা বলা হলেও দিনক্ষণ চূড়ান্ত হয়নি এখনো।

আলজাজিরা জানায়, শপথ নেয়ার দিন আলোচিত ‘কিস্টোন এক্সএল পাইপলাইন’ নির্মাণ কাজ বন্ধ করার আদেশ দেন বাইডেন। এ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এর প্রেক্ষিতে প্রথম কোনো বিদেশি নেতা হিসেবে ট্রুডোর সঙ্গে টেলিফোনে কথা বলেন বাইডেন। এতে দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বিষয়সহ সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।

গতকাল শুক্রবার কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুই দেশের গভীর ও স্থায়ী বন্ধুত্ব নবায়ন করতে আগামী মাসে দুই নেতা আলোচনার টেবিলে বসছেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, দুই নেতার আলোচনায় মার্কিন-কানাডীয় কৌশলগত সম্পর্ক, করোনা, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে উঠে এসেছে।

পরিবেশগত ঝুঁকির কারণে ২০১৫ সালে প্রকল্পেটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে নিষেধাজ্ঞা তুলে নিলে কাজ শুরু হয়, যা বাইডেনের আদেশে আবার বন্ধ হয়ে গেছে।

The post প্রথম বিদেশ সফরে কানাডা যাচ্ছেন বাইডেন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3664Qok

No comments:

Post a Comment