Wednesday, January 13, 2021

৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

ফাতেহ ডেস্ক:

৪১তম বিসিএসের প্রিলিমিনারি এবং ৪২তম বিশেষ বিসিএসের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

১৯ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে হবে।

এর আগে ২৬ ফেব্রুয়ারি বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে ৪২তম বিসিএসের এমসিকিউ পরীক্ষা হবে।

বুধবার এই দুটি পরীক্ষার সময়সূচি প্রকাশ করে বিজ্ঞপ্তি দিয়েছে পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই বিসিএসের পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলি যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

৪১তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩২৩ জনসহ সাধারণ ক্যাডারে মোট ৬৪২ জন; প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৬১৯ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জনসহ মোট দুই হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

আর করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে।

The post ৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3nHuQML

No comments:

Post a Comment