Monday, January 25, 2021

প্রধানমন্ত্রীকে সবার আগে ভ্যাকসিন নেওয়ার আহ্বান ফখরুলের

ফাতেহ ডেস্ক:

অযোগ্য, পক্ষপাতদুষ্ট এবং দুর্নীতিগ্রস্ত নির্বাচন কমিশনের ওপর আস্থা নেই উল্লেখ করে অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদেরকে সবার আগে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান।

সোমবার (২৫ জানুয়ারি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে গঠিত দলের রংপুর বিভাগীয় কমিটির প্রস্তুতিমূলক সভায় যোগ দিতে রংপুরে এসে তিনি এসব কথা বলেন।

সভায় প্রবীণ নেতা ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। এসময় আরও যোগ দেন সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ বিভাগের ৮টি জেলা ও রংপুর মহানগর বিএনপির নেতারা।

এসময় মির্জা ফখরুল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-রাশিয়াসহ বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্যদের সবার আগে করোনার ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নেতিবাচক প্রচারণার কারণে সন্দেহ সৃষ্টি হওয়ায় চিকিৎসকরাই আগে ভ্যাকসিন নিতে চাচ্ছেন না।

জনমনের এই ভয় দূর করতে দায়িত্বশীলদের আগে ভ্যাকসিন নেওয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সরকার জনগণের প্রতি আস্থা হারিয়ে প্রশাসনের ওপর আস্থা স্থাপন করেছে। সে কারণে বাংলাদেশ এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। এসময় তিনি একজন এসপিকে আদালত সতর্ক করায় ওই বিচারককে অভিনন্দন জানান ফখরুল।

The post প্রধানমন্ত্রীকে সবার আগে ভ্যাকসিন নেওয়ার আহ্বান ফখরুলের appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2YeX47j

No comments:

Post a Comment