Friday, January 29, 2021

ফিলিস্তিনিদের করোনা ভ্যাকসিন দেবে না ইজরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণকে প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা দিতে অস্বীকৃতি জানিয়েছে ইজরাইল। ইজরাইলি সংসদ নেসেট বলেছে, গাজা উপত্যকায় যেহেতু অবরোধের আওতায় রয়েছে সে কারণে গাজার লোকজন করোনাভাইরাসের টিকা পাবে না।

ইজরাইলের ঘোষণা সম্পর্কে ফিলিস্তিনি নেতারা বলছেন, ২০১৪ সালে ইজরাইলি আগ্রাসনের সময় যেসব ইজরাইলি সেনা আটক হয়েছিল তাদেরকে মুক্ত করার জন্য টিকা না দেওয়ার ঘোষণা দিয়েছে তেল আবিব।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, ফিলিস্তিনি জনগণকে টিকা না দেওয়ার ঘোষণার মধ্য দিয়ে তেল আবিব মৌলিক মানবাধিকারের লঙ্ঘন ঘটিয়েছে।

ইজরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ইজরাইলের এক-চতুর্থাংশ মানুষ টিকা গ্রহণ করেছে। অথচ তারা গাজা উপত্যকায় টিকা যেতে দিচ্ছে না।

এদিকে, গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তারা হাতগুটিয়ে বসে থাকবে না। সংগঠনটি আরও বলেছে, বন্দি বিনিময় চুক্তির আওতায় ইজরাইলি সেনাদেরকে মুক্ত করতে হবে. অন্য কোনওভাবে নয়।

এর আগে, জাতিসংঘ ফিলিস্তিনিদের কাছে করোনাভাইরাসের টিকা পৌঁছানো নিশ্চিত করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।

The post ফিলিস্তিনিদের করোনা ভ্যাকসিন দেবে না ইজরাইল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2YqDYej

No comments:

Post a Comment