Friday, January 15, 2021

করোনাক্রান্ত বন্দি ফিলিস্তিনিদের ভ্যাকসিন দিতে অস্বীকৃতি ইজরাইলের

আন্তর্জাতিক ডেস্ক:

ইজরাইলি কারাগারে আরো সাতজন ফিলিস্তিনি বন্দি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। কিন্তু ইজরাইলের জন নিরাপত্তামন্ত্রী আমির ওহানা তাদেরকে করোনাভাইরাসের ভ্যাকসিন দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

ফিলিস্তিন প্রিজনার সোসাইটি (পিপিএস) বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে। খবর ইয়েনি শাফাক।

একটি বিবৃতিতে পিপিএস জানিয়েছে, দক্ষিণ ইজরাইলের রিমন কারাগারের ৪র্থ সেকশনে নতুন করে সংক্রমণের খবর পাওয়া গেছে। যেখানে কমপক্ষে ৯০ জন বন্দি রয়েছেন। মোট ২১ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে যাদের মধ্যে সাতজন বন্দির রিপোর্টের ফলাফল পজিটিভ এসেছে। বাকি বন্দিরা তাদের ফলাফলের অপেক্ষায় আছেন।

এদিকে ইজরাইলের জন নিরাপত্তামন্ত্রী আমির ওহানা ফিলিস্তিনি বন্দিদের করোনাভাইরাসের ভ্যাকসিন দিতে অস্বীকৃতি জানিয়েছেন। ফিলিস্তিনি সংগঠনগুলো একে ‘বর্ণবাদ’ বলে অভিহিত করেছে।

পিপিএসের গবেষক ফিদা নাজাদা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, ২০২০ সালের মার্চ থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনি বন্দিদের মধ্যে সংক্রমণের সংখ্যা বেড়ে ১৯৯ জনে দাঁড়িয়েছে। ওই কারাগারে ৪৩ জন বন্দি ইতোমধ্যে বিভিন্ন রোগে ভুগছেন এবং তাদের মধ্যে কমপক্ষে চারজনের বয়স ৬০ বছরের বেশি। বন্দিদের এই জীবনদশার জন্য ইজরাইলি দখলদারদের দায়ী করেছে এনজিওটি।

The post করোনাক্রান্ত বন্দি ফিলিস্তিনিদের ভ্যাকসিন দিতে অস্বীকৃতি ইজরাইলের appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3oNlnF0

No comments:

Post a Comment