Thursday, January 14, 2021

করোনার উৎস তালাশে উহানে ডব্লিউএইচওর বিজ্ঞানীরা

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসের উৎস সন্ধানে চীনের উহান শহরে গেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ একটি দল। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক পর্যায়ের স্বনামধন্য ১০ বিজ্ঞানীর এ দলটি চীনে পৌঁছায়। সেখানে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের। খবর বিবিসি।

বিশেষজ্ঞ দলের প্রধান পিটার বেন এমবারেক বলেন, আমাদের উদ্দেশ্য হলো– কী হয়েছিল তা বুঝতে কয়েক মাস আগে যে গবেষণাগুলোর পরিকল্পনা ও সিদ্ধান্ত আমরা ইতিমধ্যে নিয়েছি, সেগুলো এগিয়ে নিয়ে যাওয়া।

ভাইরাসটি কখন ছড়ানো শুরু হয়েছিল এবং উহান থেকেই এর উৎপত্তি কিনা তা খুঁজে বের করাও তদন্তের উদ্দেশ্য বলে জানিয়েছেন তিনি।

এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, করোনার উৎপত্তিস্থল চীনের উহান শহর। মনে করা হয়, সেখানকার একটি বন্যপ্রাণী বিক্রির একটি বাজার থেকে এ ভাইরাসটি সারা বিশ্বে ছড়িয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে উহান থেকে উৎপত্তি হলেও এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

 

The post করোনার উৎস তালাশে উহানে ডব্লিউএইচওর বিজ্ঞানীরা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3bH5nk6

No comments:

Post a Comment