Tuesday, May 19, 2020

চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে একইরাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

ফাতেহ ডেস্ক

চাঁদপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন স্বামী-স্ত্রী। সোমবার রাতে তাদের মৃত্যু হয়।

তারা হলেন- শহরের চিত্রলেখা এলাকার রাবেয়া বেগম (৭২) এবং তার স্বামী গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান পাটওয়ারী।

একই বাসায় থাকা কলেজ শিক্ষক ছেলে এবং স্কুলছাত্র নাতি গত ৬ দিন আগে করোনায় আক্রান্ত হন।

এরপর থেকে তারা বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। পরিবারের দু’জন সদস্য করোনা আক্রান্ত হওয়ায় এবং তাদের কিছু উপসর্গ থাকায় রবিবার তাদের নমুনা সংগ্রহ করে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

তাদের ছেলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক (পিআর) আনোয়ার হাবিব কাজল জানান, তার মা সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের চিত্রলেখা এলাকার বাসায় মারা যান। এরপর রাত সাড়ে ৩টায় আশিকাটি ইউনিয়নের হোসেনপুরের গ্রামের বাড়িতে দাফন করে শহরের বাসায় আসেন। এর দেড় ঘণ্টা পর মঙ্গলবার ভোর ৫টার দিকে মারা যান বাবাও।

তিনি বলেন, আমরা সবার কাছে দোয়া চাই।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা পলিন জানান, মারা যাওয়া দুইজনের ছেলে এবং নাতির করোনা রিপোর্ট পজিটিভ আসে গত ১৩ এপ্রিল। যেহেতু তাদের পরিবারের দু’জন ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন। তাদেরও কিছু উপসর্গ ছিল। তাই ১৭ মে রবিবার তাদের নমুনা সংগ্রহ করি। তাদের রিপোর্ট এখনো আসেনি।

তিনি বলেন, বৃদ্ধ মজিবুর রহমান অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। তাই তিনি করোনায় আক্রান্ত হতেও পারেন আবার নাও হতে পারেন। রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে।

তিনি জানান, মারা যাওয়া রাবেয়া বেগমকে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত নিয়ম অনুযায়ী দাফন করা হয়েছে। এখন তার স্বামীকেও দাফনের প্রস্তুতি চলছে।

তাদের দাফন কাজে সার্বিক সহযোগিতা করছেন পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ পুলিশ বিভাগ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা পলিনসহ স্বাস্থ্য বিভাগ।

উল্লেখ্য, তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডেফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান, ডেফোডিল ইউনিভার্সিটির ভাইস চেন্সলরসহ শিক্ষক, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী, সাধারণ সম্পাদক আহসান উল্লাহসহ চাঁদপুর প্রেস ক্লাবের সকল স্তরের সদস্যরা, এসএসসি ‘৮৫ ব্যাচের বন্ধু মহল।

-এ

The post চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে একইরাতে স্বামী-স্ত্রীর মৃত্যু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Tegc3d

No comments:

Post a Comment