Tuesday, May 19, 2020

ফিলিস্তিনিদের সহায়তায় ২ মিলিয়ন ডলার দিলো ভারত

ফাতেহ ডেস্ক

পশ্চিম তীরে ফিলিস্তিনের নাগরিকদের সহায়তার জন্যে জাতিসংঘের ত্রাণ তহবিলে দুই মিলিয়ন ডলার দিয়েছে ভারত। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় এই অর্থ ব্যয় হবে বলে জানা গেছে। ভারতকে এ জন্য ধন্যবাদ জানিয়েছে জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কিং এজেন্সি, ইউএনআরডব্লিউএ।

এনডিটিভির বরাতে জানা যায়, সাম্প্রতিক সময়ে ইউএনআরডব্লিউএ-তে অনুদানের পরিমাণ বাড়িয়েছে ভারত। ২০১৬ সালে দেশটি যেখানে এক দশমিত ২৫ মিলিয়ন ডলার দিয়েছিল। ২০১৯ সালে তা বেড়ে দাঁড়ায় পাঁচ মিলিয়ন ডলারে। চলতি বছরের অর্ধেক শেষ হওয়ার আগেই ইতোমধ্যেই পাঁচ মিলিয়ন ডলার অনুদান দিয়ে ফেলেছে দেশটি।

ভারতের এই ভূমিকার প্রশংসা করেছ ইউএনআরডব্লিউএ। দেশটি সবসময় এভাবে পাশে থাকবে, এমনটাই তাদের প্রত্যাশা।

সংস্থাটির ত্রাণ সম্পর্কিত প্রধান মার্ক লাসোয়ানি বলেন, ভারতের এমন পদক্ষেপে কৃতজ্ঞতা পোষণ করছি। চলমান সঙ্কটে এই অর্থ অনেক সহায়ক হবে। আমরা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সহায়তার কাজে এসব ব্যয় করবো।

ইউএনআরডব্লিউএ বলছে, প্রায় ৩১ লাখ ফিলিস্তিনি শরনার্থী তাদের ওপর নির্ভরশীল।

এদিকে, করোনাভাইরাস মোকাবেলায় ফিলিস্তিনকে মেডিকেল সরঞ্জাম দেবে ভারত। এ নিয়ে বেশ প্রস্তুতিও চলছে বলে জানা গেছে।

গত মাসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপ করেন ভারতের প্রধানমন্ত্রী নরন্দ্রে মোদি। সে সময় ভাইরাসের সংক্রমণ রোধে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেয়া পদক্ষেপের প্রশংসা করেন মোদি। ফোনালাপে ভারত থেকে সবরকমের সহযোগিতার কথাও বলেন তিনি।

সেই ফোনালাপের পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যেও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

-এ

The post ফিলিস্তিনিদের সহায়তায় ২ মিলিয়ন ডলার দিলো ভারত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2ZisFql

No comments:

Post a Comment