Saturday, May 16, 2020

ডিএসসিসি মেয়র হিসেবে দায়িত্ব নিলেন তাপস

ফাতেহ ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যারিস্টার ফজলে নূর তাপস।

শনিবার (১৬ই মে) বেলা ১টার পর, নগর ভবনে সীমিত পরিসরে অনাড়ম্বরভাবে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো: ইমদাদুল হকের কাছ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝে নেন। এসময় মেয়রের স্ত্রী আফরিন তাপসও উপস্থিত ছিলেন।

এছাড়া, মহানগর আওয়ামী লীগ ঢাকা দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, নগর আওয়ামী লীগ নেতা মোরশেদ কামাল, ফরিদউদ্দিন আহমেদ রতন এবং কর্পোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

নির্বাচিত হওয়ার প্রায় সাড়ে তিন মাস পর নগর পিতার আসনে বসলেন তিনি। মেয়রের দায়িত্ব গ্রহণ উপলক্ষে করোনা সংকটের কারণে এবার বড় কোনও আয়োজন ছিল না। এর আগে, মেয়র আতিকুল ইসলাম দ্বিতীয় মেয়াদে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব বুঝে নিয়েছেন গত বুধবার (১৩ই মে)।

উল্লেখ্য, গত ১লা ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে নৌকা প্রতীকে চার লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট পেয়ে বিএনপির প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনকে পরাজিত করেন শেখ ফজলে নূর তাপস। এরপর গত ২৭শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে শপথ নেন তাপস এবং উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম। একই দিন শপথ নেন দুই সিটি করপোরেশনের কাউন্সিলরাও।

-এ

The post ডিএসসিসি মেয়র হিসেবে দায়িত্ব নিলেন তাপস appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2WCjpM8

No comments:

Post a Comment