Sunday, May 17, 2020

করোনার সংক্রমণ বাড়ছে সৌদি আরবে

ফাতেহ ডেস্ক

সৌদি আরবে ব্যাপকহারে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এরই মধ্যে মোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে দেশটি।সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়াতে সময় লেগেছে মাত্র আড়াই মাস।

প্রতিবেদনে বলা হয়, দেশটিতে একদিনে সর্বোচ্চ দুই হাজার ৮৪০ জন শনাক্ত হওয়ার পর স্থানীয় সময় শনিবার মোট আক্রান্তের সংখ্যা হলো ৫২ হাজার ১৬ জন। এদিন আরো ১০ জনের মৃত্যু হওয়া মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০২।

গত ২ মার্চ সৌদি আরবে প্রথম একজন কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়। প্রথম দিকে সংক্রমণের পরিমাণ ধীরগতিতে ছিল। গত সপ্তাহেও একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল দেড় হাজার। কিন্তু এ সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণে। আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় আড়াই মাসের মধ্যে রোগীর সংখ্যা অর্ধ লক্ষ ছাড়িয়ে গেল।

সৌদি আরবে এ পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছে মোট ২৩ হাজার ৬৬৬ জন। মৃত রোগী ও সুস্থদের বাদ দিলে দেশটিতে বর্তমানে করোনার সংক্রমণ আছে এমন রোগীর সংখ্যা ২৮ হাজার ৪৮। যাদের মধ্যে ১৬৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

-এ

The post করোনার সংক্রমণ বাড়ছে সৌদি আরবে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3bKY4EE

No comments:

Post a Comment