Sunday, May 24, 2020

ঈদগাহে নামাজ ছাড়াই উদযাপিত হচ্ছে ঈদ

ফাতেহ ডেস্ক

আজ সোমবার পবিত্র ঈদুল ফিতর। একমাস সিয়াম সাধনার পর মুসলিমদের বৃহত্তম উৎসব। করোনাভাইরাস মহামারীর কারণে এবার ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হচ্ছে ঈদ আনন্দ।

ঈদের অন্যতম অনুষঙ্গ মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায়। তবে এবার করোনা প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে কেবল মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে।

মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছ্বাস থাকার কথা তা এবার ম্লান করে দিয়েছে মহামারী করোনাভাইরাস।

করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনায় এবার খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। ঈদ জামাত হচ্ছে মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে।

এবার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত হচ্ছে না। হচ্ছে না শত বছরের ঐতিহ্য ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদ জামাতও।

তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়।

বর্তমান করোনা পরিস্থিতিতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাসায় যাতায়াত না করার পাশাপাশি বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরি না করে নিজ ঘরে ঈদ উদযাপন করতেও বলা হয়েছে।

ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন তারা।

-এ

The post ঈদগাহে নামাজ ছাড়াই উদযাপিত হচ্ছে ঈদ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2zrD4pc

No comments:

Post a Comment