Friday, May 29, 2020

আটকে পড়া ৪ লাখ ৫০ হাজার হাজি ফিরলেন নিজ দেশে

ফাতেহ ডেস্ক

সৌদি আরব ঘোষণা করেছে ওমরাহ হজ করতে আসা ৪ লাখ ৫০ হাজার হাজী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জন্য এদেশের আটকে পড়েন। দীর্ঘ দিন এদেশে আটকে থাকা এসকল হাজিদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে গত কয়েকদিনে করোনাভাইরাসের কারণে আরোপিত বিধিনিষেধের কারণে ৪,৫০,০০০ ওমরাহ হজযাত্রী স্বদেশে ফিরতে পারেননি।

এই মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, গত পাঁচ দিনে ৬০ হাজার ওমরাহ হজযাত্রী দেশ ছাড়তে সক্ষম হয়েছেন।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও ঘোষণা করে যে, প্লেন সার্ভিস বন্ধের কারণে এপ্রিল থেকে দেশে থাকা ১,৫০০ এরও বেশি হজযাত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় স্বদেশে ফিরে গিয়েছেন।

সৌদি আরবের কর্মকর্তারা আরও জানিয়েছে, বেশ কয়েক জন হজযাত্রী কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সৌদি আরব থেকে পাকিস্তানের করাচীতে পৌঁছেছেন।

উল্লেখ্য যে, সৌদি আরবে ১৫ ই মার্চ থেকে সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে।

-এ

The post আটকে পড়া ৪ লাখ ৫০ হাজার হাজি ফিরলেন নিজ দেশে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2yKbtPE

No comments:

Post a Comment