Monday, July 20, 2020

এ বছর সোনার দাম থাকবে ২০ শতাংশ বেশি

ফাতেহ ডেস্ক:

চলতি বছরে সোনার দাম থাকবে ২০ শতাংশেরও বেশি, এমনটা পূর্বাভাস দিয়েছে রাশিয়ার ন্যাশনাল র‌্যাটিং অ্যাজেন্সি (এনআরএ)

এনআরটি জানায়, করোনা মহামারির ধাক্কায় অর্থনৈতিক অনিশ্চয়তা দেখা দেয়ায় সোনার মতো ঐতিহ্যবাহী সম্পদের নিরাপদে রাখার আগ্রহ বেড়েছে মানুষের।

এর মধ্যে বছরের প্রথমার্ধে মূল্যবান ধাতুটির দাম ২৬ শতাংশ বেড়ে যায়, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। এনআরএ আশা করছে, বছরের পরবর্তী ছয় মাস সোনার দাম কিছুটা স্বাভাবিক হয়ে আসবে। করোনা মহামারী শেষে আসন্ন অর্থনৈতিক মন্দার আশঙ্কা রয়েছে। তখন সোনার দাম পরিবর্তিত হতে পারে।

বছরের বাকি অর্ধে সোনার দাম ১৫-১৭ শতাংশে কমে আসতে পারে। তবে বার্ষিক গড়ে ২১ শতাংশ বাড়তি থাকবে বলে রুশ সংস্থাটি জানায়।

তবে এই বাড়তি মূল্য থেকে রাশিয়ান সোনার উত্পাদকরা সবচেয়ে বেশি উপকারভোগী হবেন বলে অনুমান করা হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, সোনার খনি শ্রমিকদের আর্থিক কর্মক্ষমতা আরও বেড়ে যাবে। তাদের বার্ষিক আয় বেড়ে যেতে পারে প্রায় ৩০ শতাংশ।

চীন এবং অস্ট্রেলিয়ার পর রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম সোনার উৎপাদক। গত বছর দেশটি ৩৬৮ টন সোনা উৎপাদন হয়েছিল।

The post এ বছর সোনার দাম থাকবে ২০ শতাংশ বেশি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/39fNgyt

No comments:

Post a Comment