Saturday, June 27, 2020

পুনর্বিন্যাস হচ্ছে ঢাকার রেডজোন এলাকা

ফাতেহ ডেস্ক:

ঢাকার দুই সিটির রেডজোন ঘোষিত ৪৫ এলাকার তালিকা পুনর্বিন্যাস করা হচ্ছে। তালিকা চূড়ান্ত করতে আরো দুই সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে, বিভিন্ন জেলার অবরুদ্ধ এলাকায় মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে স্থানীয় প্রশাসন। তবে, কড়াকড়ি আরোপের পরও বেশকিছু এলাকায় বিধিনিষেধ মানছেনা অনেকেই।

রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় পরীক্ষামূলক লকডাউউনের মেয়াদ প্রায় শেষের দিকে। ১৮তম দিনেও দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি। পাশাপাশি মানুষকে সচেতন করতে মাইকিংও চলছে। রেডজোন এলাকায় কর্তব্যরত পুলিশ ও সেচ্ছাসেবকরা বলছেন, লম্বা সময় লকডাউনের ফলে এই এলাকায় সংক্রমণের হার কমেছে। তবে আক্রান্তদের দ্বিতীয় দফায় করোনা ভাইরাস পরীক্ষার সুযোগ মিলছেনা বলেও অভিযোগ করেছেন কেউকেউ।

তবে, স্থানীয়রা বলছেন, শুধু একটি এলাকা অবরুদ্ধ করে পুরো রাজধানীর সংক্রমন পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।

রেড জোন এলাকা চিহ্নিতের দু’সপ্তাহ পেরিয়ে গেলেও কোন সুরাহা না হওয়ায় এখন স্বাস্থ্য অধিদপ্তর বলছে, পূর্বঘোষিত এলাকা পুনবিন্যাস করা হবে। নতুন আক্রান্ত এলাকার ম্যাপ তৈরী করতে দুই সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা ।

এদিকে, বিভিন্ন জেলার লকডাউন এলাকায় মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। কড়াকড়ি আরোপের পরও বেশকিছু এলাকায় বিধিনিষেধ মানছেন না অনেকেই।

-এ

The post পুনর্বিন্যাস হচ্ছে ঢাকার রেডজোন এলাকা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3eFjhlk

No comments:

Post a Comment