Monday, June 29, 2020

দেশে একদিনে করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৪০১৪

ফাতেহ ডেস্ক:

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) ২৪ ঘণ্টায় আরও ৪৫ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও চার হাজার ১৪ জন।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭৮৩ জনে দাঁড়িয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৮০১ জন।

সোমবার আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৬৫টি ল্যাবের নমুনা এসেছে। কারিগরি কারণে সরকারি দুটি আর বেসরকারি একটি ল্যাবের নমুনা আসেনি। এই সময়ে নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৮৩৭টি। এতে করোনা শনাক্ত হয়েছে চার হাজার ১৪ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৮০১ জন।

অধ্যাপক সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭৮৩ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ মৃত ৪৫ জনের মধ্যে পুরুষ ৩৬ জন।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, করোনা থেকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৭৮০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থ হওয়ার হার ৪০ দশমিক ৭৫ শতাংশ।

The post দেশে একদিনে করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৪০১৪ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2NBDxsb

No comments:

Post a Comment