Tuesday, June 23, 2020

ধর্মীয় জমায়েত করোনার সংক্রমণ বাড়াচ্ছে: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক:

ধর্মীয় অনুষ্ঠানে জমায়েতের কারণে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এক অনলাইন বিবৃতিতে এ কথা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিশেষজ্ঞ ডাক্তার মারিয়া ভ্যান কেরখোভ।

বিবৃতিতে তিনি বলেন, বিশ্বের বেশ কিছু দেশ করোনা ভাইরা মোকাবিলার ক্ষেত্রে সফল হওয়ার পরেও দেখা গেছে, ধর্মীয় ঘটনাবলী ও অন্য সমাবেশের কারণে করোনার সংক্রমণ ঘটছে। ভাইরাসটির ছড়িয়ে পড়তে কোনও সুযোগ পেলেই তা ছড়িয়ে পড়বে। বিভিন্ন দেশের এই মুহূর্তে দ্রুত করোনা সনাক্তকরণের অবস্থায় থাকা অত্যন্ত জরুরি।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭১ হাজার ৭৫৩ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৪৫ লাখের বেশি জন।

The post ধর্মীয় জমায়েত করোনার সংক্রমণ বাড়াচ্ছে: ডব্লিউএইচও appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3dt0nwN

No comments:

Post a Comment