Wednesday, June 24, 2020

সবার জন্য করোনা পরীক্ষা উন্মুক্ত করছে আইসিডিডিআর’বি

ফাতেহ ডেস্ক:

শুক্রবার থেকে সবার জন্য করোনা পরীক্ষা উন্মুক্ত করতে যাচ্ছে আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি)। আজ সন্ধ্যা থেকে অনলাইনে নিবন্ধন করা যাবে।

আইসিডিডিআর’বি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছে। কিট এবং ল্যাব সংকটে করোনা পরীক্ষা ব্যাহত হওয়ার খবরের মধ্যে এ কথা জানালো সংস্থাটি।

প্রতিটি পরীক্ষার জন্য ধার্য করা হয়েছে সাড়ে তিন হাজার টাকা। সিরিয়ালের জন্য অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে।

প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। আর রিপোর্ট দেওয়া হবে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রোগীর সঙ্গে কেবল একজন ব্যক্তি পরীক্ষার জন্য নির্ধারিত স্থানে যেতে পারবেন।

এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের অবশ্যই মাস্কসহ অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর মঙ্গলবার মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ১৯৮ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৪৫ জনের।

The post সবার জন্য করোনা পরীক্ষা উন্মুক্ত করছে আইসিডিডিআর’বি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2YpUFaK

No comments:

Post a Comment