Friday, June 26, 2020

সৌদি আরবে একদিনে মৃত্যু ৪১

ফাতেহ ডেস্ক:

বিশ্বে এপর্যন্ত মরণব্যাধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৭ লাখ ১৪ হাজার ৮শ ৫ জন। আর এ ভাইরাসে প্রাণ গেছে মোট ৪ লাখ ৯১ হাজার ৮শ ৫৬ জন।

এ ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছে ৫২ লাখ ৫০ হাজার ৮৫ জন। অর্থাৎ মোট আক্রান্তের প্রায় অর্ধেকই সুস্থ হয়ে উঠেছে। তবে এ ভাইরাসের সংক্রমণ বেড়েছে এশিয়াসহ দক্ষিণ আমেরিকার দেশগুলোতে।

দেশ সৌদি আরবেও পড়েছে এর ভয়াল থাবা। যার কারনে দেশটি স্বল্প পরিসরে আয়োজনে করতে যাচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আচার পবিত্র হজ্ব।

সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ৩৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৭০ হাজার ৬শ ৩৯ জনে। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪১ জন। দেশটিতে এ নিয়ে মোট মারা গেলেন এক হাজার ৪শ ২৮ জন। তবে ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থতার হার বেশি। সৌদিতে একদিনে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৮৫ জন। মোট সুস্থ এক লাখ ১৭ হাজার ৮৮২ জন।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশটিতে গত কয়েকদিনে দৈনিক চার হাজারের ওপর আক্রান্ত হলেও এখন আক্রান্তের সংখ্যা কমে আসছে।

দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৫১ হাজার ৩২৫ জন। এদের মধ্যে দুই হাজার ২০৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

-এ

The post সৌদি আরবে একদিনে মৃত্যু ৪১ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Vne7Dg

No comments:

Post a Comment