Monday, March 23, 2020

আফগান পুতুল সরকার ও তালিবানের মধ্যে প্রথম ভিডিও কনফারেন্স

আন্তর্জাতিক ডেস্ক

আফগান পুতুল সরকার ও তালিবানের মধ্যে প্রথমবারের মতো ২৩ মার্চ বন্দীবিনিময় নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে আফগানিস্তানে মার্কিন বিশেষ দূত যালমাই খলীলযাদ। খবর আলজাজিরা

খলীল এক টুইটে বলেন, সকল পক্ষ উত্তেজনা হ্রাস, আফগান টু আফগান সংলাপ এবং স্থায়ী ও সর্বাত্মক যুদ্ধবিরতি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেছে।

দূত আরো বলেন, আগামী দুই দিনের মধ্যে তালিবান ও আফগান কর্তৃপক্ষের মধ্যে সরাসরি বৈঠক হবে বলে আশা করা যাচ্ছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই ঘন্টাব্যাপী টেলিকনফারেন্সে করোনার কারণে দ্রুত বন্দীমুক্তির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। বন্দীদের তালিকা ও কোথায় কীভাবে তাদের মুক্তি দেয়া হবে ইত্যাদি বিষয় নিয়ে কাতার ও আমেরিকার দুইজন প্রতিনিধির উপস্থিতিতে তালেবান ও আফগান কর্তৃপক্ষ আলোচনা করেন।

তালিবানের মুখপাত্র সুহাইল শাহীন বলেন, আলোচনা বন্দীমুক্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল। আফগান টু আফগান সংলাপের সময় অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হবে।

উল্লেখ্য, গতসপ্তাহে তালিবান বন্দীমুক্তিতে আমেরিকা প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে। মূলত তারপরই এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

The post আফগান পুতুল সরকার ও তালিবানের মধ্যে প্রথম ভিডিও কনফারেন্স appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Uaoeed

No comments:

Post a Comment