Monday, March 23, 2020

করোনা মহামারী : মসজিদের কার্যক্রম বিষয়ে দেওবন্দের বিশেষ নির্দেশনা

ফাতেহ ডেস্ক

দেশে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার যে দিকনির্দেশনা দিচ্ছে, সেটা মেনে চলার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ।

আজ সোমবার দেওবন্দের পক্ষ থেকে জারি করা এক আহ্বানপত্রে এ নির্দেশনা দেয়া হয়।

দেওবন্দের আহ্বান পত্রে আরো বলা হয়, করোনা ভাইরাস থেকে দেশ ও জাতিকে বাঁচাতে সরকার যে কারফিউ বা লকডাউন জারি করেছে, সেগুলো মেনে চলা আমাদের কর্তব্য। এ ক্ষেত্রে নিজেরাও সতর্ক থাকবেন ও অন্যদেরকেও সতর্ক থাকতে বলবেন।

‘এ পরিস্থিতিতে মসজিদের কার্যক্রম পরিচালনার বিষয়ে আমরা বলবো, যেসব এলাকায় লোকসমাগম বেশি, করোনা ভাইরাসের ভয় বেশি, সেখানে সরকারের নির্দেশনা মানার পাশাপাশি আমাদেরকে মসজিদও চালু রাখতে হবে। যেসব এলাকায় লকডাউন জারি করা হয়েছে, সেসব এলাকার ইমাম ও মুয়াজ্জিন কয়েকজন মুসল্লিকে সঙ্গে নিয়ে জামাত চালু রাখবেন। যেসব এলাকায় লকডাউন জারি করা হয়নি, সেসব এলাকার মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করবে, তবে ঘরে সুন্নাত আদায় করবে। সতর্কতা বজায় রাখবে, অজু ও হাত ধোয়ার প্রতি গুরুত্ব দিবে।’

করোনা মহামারী বিষয়ে প্রত্যেক মুসলিমের এ বিশ্বাস থাকতে হবে, আল্লাহর হুকম ছাড়া কোনো রোগ বা ভাইরাসের কারণে মৃত্যু হয় না। মৃত্যু হয় একমাত্র আল্লাহর নির্দেশে। এসব রোগ ও মহামারী মানুষের গুনাহের কারণেই এসে থাকে। এগুলো থেকে আল্লাহ তায়ালাই মুক্তি দিতে পারেন।

এজন্য প্রত্যেক মুসলিমের উচিত যথাসম্ভব জামাতের সঙ্গে নামাজ আদায় না ছাড়া। বেশি বেশি তাওবা ইস্তিগফার করা। আল্লাহর কাছে গুনাহগুলোর জন্য ক্ষমা চাওয়া। সব ধরণের গুনাহ থেকে বেঁচে থাকা।

-এ

The post করোনা মহামারী : মসজিদের কার্যক্রম বিষয়ে দেওবন্দের বিশেষ নির্দেশনা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3dybANY

No comments:

Post a Comment