Sunday, March 29, 2020

করোনায় মৃত্যুর হার বেড়ে ১৮ শতাংশ

ফাতেহ ডেস্ক

কয়েক সপ্তাহ আগেও বিশ্বজুড়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর হার ছিল মাত্র ২ শতাংশ। সেটাই ইতোমধ্যে বেড়ে দাঁড়িয়েছে ১৮ শতাংশে। প্রতিদিনই এক শতাংশ করে বৃদ্ধি পাচ্ছে। যেভাবে লাশের মিছিল বাড়ছে তাতে এ সংখ্যাটা কোথায় গিয়ে ঠেকে তা নিয়ে উদ্বিগ্ন পুরো বিশ্ব।

দিন যত যাচ্ছে ততই এ সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে বিশ্বের প্রায় ১৯৯টি দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে মরণব্যাধী ভাইরাসটি। এতে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩০ হাজার ৬০০ জনেরও অধিক মানুষ।

ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৫৯ হাজারের অধিক। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪১ হাজার ৪২০ জন। চিকিৎসাধীন অবস্থায় আছেন ৪ লাখ ৮৭ হাজার ৪৯৮ জন।

এদিকে মৃতের সংখ্যার দিক দিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালি। সেখানে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১০ হাজার ২৩ জন। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। মোট আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৪৭২ জন। আক্রান্তের দিক দিয়ে তারা দ্বিতীয় অবস্থানে আছে।

আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। সেখানে প্রতিদিনই অসংখ্য মানুষ ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হচ্ছেন। আগের দিনই সেই সংখ্যাটা লাখ ছাড়িয়ে গেছে। গত একদিনে সেখানে নতুন আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩০২ জন। এ নিয়ে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ২৩ হাজার ৪২৮ জনে। মৃত্যুবরণ করেছেন ২ হাজার ২১১ জন।

মৃতের সংখ্যার দিক দিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে আছে স্পেন। সেখানে করোনায় সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৯৮২ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৪৪ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ২৩২ জন।

এরপরই অবস্থান করছে চীন। এরমধ্যে চীনে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ২৯৫ জন। মোট আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৩৯৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪ হাজার ৯৭১ জন। ইতোমধ্যে ভাইরাসটির প্রাদুর্ভাব কমাতে তারা সক্ষম হয়েছে।

-এ

The post করোনায় মৃত্যুর হার বেড়ে ১৮ শতাংশ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2UJcwpV

No comments:

Post a Comment