Monday, March 23, 2020

যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় মৃত্যু ১১৭, সেনা মোতায়েন

ফাতেহ ডেস্ক

নভেল করোনাভাইরাস চীনের পর ইতালিকে দিন দিন মৃত্যুপুরী বানিয়ে ছাড়ছে। এরপর স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্যেও প্রাণহানির ঘটনা বেড়েই চলেছে। যদিও চীন তাদের দক্ষতায় বর্তমানে মৃত্যুর হার শূণ্যতে নামিয়ে এনেছে।

করোনা খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। এমতবস্থায় রোববার সন্ধ্যায় হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোন ভাইরাস সঙ্কটে ফেডারেল সরকার নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড (সেনাবাহিনী) পাঠিয়েছে।

চীনে যখন এ রোগে প্রাণহানির ঘটনা বেড়ে যাচ্ছিলো তখন নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে কভিড-১৯কে ঠেকানোর কথা বলে আসছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যখনই রোগটির বিস্তার শুরু হলো যুক্তরাষ্ট্রে ট্রাম্পের দম্ভ চুরমার হয়ে গেলো বালির প্রাচীরের মতো। দেশটিতে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১৭ জনের। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ৪৫২ জনের মৃত্যু হলো।

রোববার (২২ মার্চ) এসব তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭১৭ জন। অপরদিকে সুস্থ হওয়ার সংখ্যা মাত্র ১৭৮। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ।

দেশটিতে সবচেয়ে বেশি ১৫০ মৃত্যু হয়েছে নিউইয়র্ক সিটিতে। এরপর ওয়াশিংটনে ৯৫, ক্যালিফোর্নিয়ায় ৩৫, জর্জিয়ায় ২৩, নিউজার্সিতে ২০, লুইজিয়ানায় ২০, ইলিয়ন্সে ৯, মিশিগানে ৯, ফ্লোরিডায় ১৩ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। অধিকাংশ অঙ্গরাজ্যে কভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার পর প্রাণ গেছে অনেকের।

২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ১৯২ দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে করোনাভাইরাস। প্রথমদিকে চীনে মৃত্যু বেশি হলেও এখন দেশটিকে ছাড়িয়ে গেছে ইতালি।

-এ

The post যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় মৃত্যু ১১৭, সেনা মোতায়েন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2xj9kti

No comments:

Post a Comment