Sunday, March 29, 2020

বিলাসবহুল হোটেলে ২০ উপপত্নী নিয়ে থাই রাজার স্বেচ্ছা আইসোলেশন

আন্তর্জাতিক ডেস্ক

থাইল্যান্ডের রাজা  ২০ নারীকে নিয়ে জার্মানির বিলাসবহুল হোটেলে স্বেচ্ছা আইসোলেশনে আছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট।

খবরে বলা হয়, আজ ২৯ মার্চ থাইল্যান্ডের রাজা রানা এক্স (৬৭) জার্মানির আলপিন পাহাড়ের চূড়ায় অবস্থিত ফোরস্টার গ্রান্ড হোটেলে ২০ নারীসহ স্বেচ্ছা আইসোলেশনে গিয়েছেন। তবে রাজার সাথে তার চার স্ত্রী আছে কি না সংবাদসূত্র নিশ্চিত করতে পারেনি।

যদিও জার্মানির সরকার এই অঞ্চলের সকল ঘরবাড়ী ও টুরিস্ট স্পট বন্ধ করে দিয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসন রাজাকে থাকার বিশেষ অনুমতি দিয়েছেন। রাজা পুরো হোটেলটিই বুকিং দিয়েছেন। অবশ্য রাজার সাথে থাকা ১১৯ জন ব্যক্তিকে করোনা আতংকে থাইল্যান্ডে ফেরত পাঠানো হয়েছে।

যখন দেশে করোনাভাইরাসে ১২৪৫ জন আক্রান্ত, তখন রাজার এমন বিলাসবহুল আয়োজনকে সাধারণ থাইরা মেনে নিতে পারছে না।

থাইল্যান্ডে রাজার সমালোচনাকে কঠোর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়, তবুও সেখানে “আমাদের কেন একজন রাজার দরকার” একজনের এমন হ্যাশট্যাগটি মাত্র ২৪ ঘন্টায় ১.২ মিলিয়ন বার রিটুইট হয়েছে।

The post বিলাসবহুল হোটেলে ২০ উপপত্নী নিয়ে থাই রাজার স্বেচ্ছা আইসোলেশন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2ycWj4J

No comments:

Post a Comment