Monday, March 30, 2020

সৌদি আরবে করোনার চিকিৎসা ফ্রি

ফাতেহ ডেস্ক

সৌদি আরবে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান। সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সৌদি স্বাস্থ্যমন্ত্রী ডক্টর তৌফিক বিন ফাওযান আল-রাবিয়াহ।

তিনি বলেন, সৌদি বাদশাহ সালমান মানুষের স্বাস্থ্য নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তাই যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের চিকিৎসা খরচ এখন থেকে সরকার বহন করবে। যারা কারফিউ অমান্য করে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তাদের ক্ষেত্রেও এ নির্দেশনা কার্যকর হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

আজ সোমবার পর্যন্ত সৌদি আরবে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন এক হাজার ৪৫৩ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আট জনের। হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১১৫ জন।

সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৪৫০ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত প্রাণ গেছে ৩৫ হাজার ৩৪৭ জনের। আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৪৬ হাজার ১০৭ জন। সুস্থও হয়ে উঠছেন ১ লাখ ৫৭ হাজার ৭৮ জন মানুষ। সূত্র: আরব নিউজ

-এ

The post সৌদি আরবে করোনার চিকিৎসা ফ্রি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/39oiwtG

No comments:

Post a Comment