Sunday, March 29, 2020

করোনা ‘আল্লাহর শাস্তি’ দাবি করে ফেসবুকে পোস্ট করায় সৌদিতে গ্রেপ্তার ৪

ফাতেহ ডেস্ক

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনায় স্থবির পুরো বিশ্ব। করোনা নিয়ে বিজ্ঞানীরা এখন মাথার ঘাম পায়ে ফেলে প্রতিষেধক নিয়ে গবেষণা করছেন।

এমন অবস্থায় করোনা ভাইরাসকে আল্লাহ প্রদত্ত শাস্তি দাবি করে ফেসবুকে পোস্ট দেওয়ায় সৌদি আরবে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সৌদি আরব পুলিশ।

দেশটির পাবলিক প্রসিকিউশন টুইটারে দেওয়া এক বিবৃতিতে জানায়, সামাজিক মাধ্যমে করোনা নিয়ে বিভ্রান্তিকর পোস্ট দেওয়ায় তিন ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে।

সৌদির পাবলিক প্রসিকিউশন আরো জানায়, এক ভিডিও বার্তায় করোনাসংকট নিয়ে বিদ্রূপ এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া ব্যক্তিকেও গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম প্রকাশ হয়নি। তবে দেশটির সামাজিম মাধ্যমে গ্রেফতারকৃত ব্যক্তিদের পরিচয় নিয়ে জল্পনা চলছে।

ধারণা করা হচ্ছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন প্রখ্যাত কোরআন তেলাওয়াতকারী খালেদ আল শাহরি। যিনি এক ভিডিও বার্তায় বিপর্যয় এবং মহামারীকে আল্লাহর শাস্তি বলে উল্লেখ করেছেন।

এছাড়া ধারণা করা হচ্ছে গ্রেফতার হওয়া আরেক ব্যক্তির নাম ইব্রাহিম আল-দুওয়াইশ, যিনি দেশটির একজন ধর্মপ্রচারক। গত বৃহস্পতিবার তিনি সামাজিক মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে বিতর্কিত পোস্ট করেছেন বলে অভিযোগ উঠে।

গ্রেফতার হওয়া আরেক ব্যক্তি খালেদ আবদুল্লাহ, তিনি করোনা নিয়ে বিভ্রান্তি কর টুইটারে পোস্ট করেন বলে অভিযোগ। তবে গ্রেফতার হওয়া চতুর্থ ব্যক্তি সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।

-এ

The post করোনা ‘আল্লাহর শাস্তি’ দাবি করে ফেসবুকে পোস্ট করায় সৌদিতে গ্রেপ্তার ৪ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2QUpSyC

No comments:

Post a Comment