Saturday, March 28, 2020

বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

ফাতেহ ডেস্ক

আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় রুটে যাত্রী পরিবহণে বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহণের (সিডিউল পেসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞার মেয়াদ ৩১শে মার্চ এর পরিবর্তে আগামী ৭ই এপ্রিল ২০২০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

একইসঙ্গে, অভ্যন্তরীণ যাত্রী পরিবহণের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞাও আগামী ৭ই এপ্রিল ২০২০ পর্যন্ত বর্ধিত করা হলো। তবে, স্পেশাল কার্গো ফ্লাইট ও কার্গো ফ্লাইট যথারীতি চলবে। আদেশক্রমে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক।

এর আগে, গেল ২৬শে মার্চ সকালে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে লন্ডন ও ম্যানচেস্টার ছাড়া বাংলাদেশ বিমান আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করে বাংলাদেশ বিমান।

এরপর, নৌপথ, রেলপথ বন্ধ ঘোষণা করা হয়। এমনকি রাজধানী ঢাকাসহ সার দেশের সকল গণপরিবহণও বন্ধ ঘোষণা করা হয়। বাতিল করা অভ্যন্তরীণ রুটের সকল ফ্লাইট।

-এ

The post বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2WPIIdT

No comments:

Post a Comment