Tuesday, December 29, 2020

বছরজুড়ে করোনায় আক্রান্ত ১৮ হাজার পুলিশ, মৃত্যু ৮২

ফাতেহ ডেস্ক:

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য।

রবিবার পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-সহ দেশের বিভিন্ন ইউনিটে লকডাউনসহ বিভিন্ন সময় নিরাপত্তা দিতে গিয়ে পুলিশের বিভিন্ন পদ মর্যাদার ১৮ হাজার ৮১১ জন সদস্য আক্রান্ত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন ৮২ জন। এখনো চিকিৎসাধীন আছেন ৩১৭জন।

ডিএমপি সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে অতিরিক্ত আইজিপি ৬ জন, ডিআইজি ১০, অতিরিক্ত ডিআইজি ১৯, পুলিশ সুপার ১১২, অতিরিক্ত পুলিশ সুপার ১৮৭, সহকারী পুলিশ সুপার ২২৮, ইন্সপেক্টর ৯৫৭, এসআই ৩০০৭, এএসআই ২ হাজার ৮৩৫, নায়েক ৫৫০, কনস্টেবল ৮ হাজার ৮২৩ এবং অন্যান্য ২০৭৭ জন। মোট ১৮ হাজার ৮১১জন।

রাজধানীর বিভিন্ন এলাকায় লকডাউন, পরিষ্কার পরিচ্ছন্ন ও সাধারণ মানুষকে সচেতন করতে গিয়ে নিজেরা আক্রান্ত হয়েছে পুলিশ। ডিএমপি’র মোট আক্রান্ত ৩ হাজার ১৭৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১১১ জন। মৃত্যুবরণ করেছেন ২৫ জন। এখনো হাসপাতালে চিকিৎসাধীন ৪২ জন। আক্রান্তদের মধ্যে যুগ্ম কমিশনার ৩ জন, উপ–পুলিশ কমিশনার ১৬, অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার ৫০, সহকারী পুলিশ কমিশনার ২৯, ইন্সপেক্টর ১৮০, এসআই ৫৮৮, এএসআই ৫০৫, নায়েক ১০৭, কনস্টেবল ১ হাজার ৫৫৩ ও অন্যান্য ১৪৭ জন। মোট ৩ হাজার ১৭৮ জন।

The post বছরজুড়ে করোনায় আক্রান্ত ১৮ হাজার পুলিশ, মৃত্যু ৮২ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/38GkZBi

No comments:

Post a Comment