Tuesday, December 22, 2020

করোনা শনাক্তের হার কমলেও বেড়েছে জটিল রোগী

ফাতেহ ডেস্ক:

পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার কমলেও বেড়েছে জটিল রোগীর সংখ্যা। ফলে মৃত্যুহার কিছুটা উর্ধ্বমুখী।

রাজধানীর বেশ কয়েকটি সরকারি হাসপাতালে খালি নেই আইসিইউ শয্যা। মাঝে করোনা পরীক্ষায় মানুষের অনীহা দেখা গেলেও শীতের শুরুতে করোনার দ্বিতীয় ঢেউয়ের সাথে সাথে বেড়েছে জ্বরসহ ডেঙ্গু, ভাইরাসজনিত জ্বর। রাজধানীর করোনা পরীক্ষাকেন্দ্রগুলোতে বাড়ছে ভিড়। অন্য রোগেও হাসপাতালে ভর্তি কিংবা পরবর্তি চিকিৎসায় করোনা পরীক্ষা অনেকটা বাধ্যতামূলক হওয়ায় সকাল থেকেই ভিড় লক্ষ্য করা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে পুরো ডিসেম্বর মাস জুড়ে করোনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দশ শতাংশের আশপাশে। আর মৃত্যুর হার দেড় শতাংশের মত। সে হিসেবে করোনা রোগী খুব বেড়েছে তা বলা যায়না। তবে স্বাস্থ্য অধিদপ্তরের ২১শে ডিসেম্বরে তথ্য অনুযায়ী রাজধানীর অন্যতম চারটি সরকারি হাসপাতালের কোন আইসিইউ শয্যা খালি নেই।

রাজধানীর কুয়েত মৈত্রী, কুর্মিটোলা জেনারেল, মুগদা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা রোগীর জন্য মোট আইসিইউ আছে ৫২টি। যার সবকটিই এখন পূর্ণ। আর সব মিলিয়ে রাজধানীর সরকারী হাসপাতালগুলোয় আইসিইউ আছে ১১৩টি। যার মধ্যে ফাঁকা রয়েছে মাত্র ১৬টি। তবে পুরো দেশে মোট ৫৬৮ আইসিইউ শয্যার মধ্যে খালি রয়েছে ২৭১ টি।

The post করোনা শনাক্তের হার কমলেও বেড়েছে জটিল রোগী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/38xPIQU

No comments:

Post a Comment