Wednesday, December 30, 2020

ইসলামিক বইমেলায় শেষ হচ্ছে বছর

মুনশী নাঈম:

করোনার ধাক্কায় বছরের শুরুতে ইসলামি প্রকাশনার জগত নির্জীব হয়ে পড়লেও বছর শেষে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছে তারা। তারই অন্যতম একটি প্রচেষ্টা অনলাইন বইমেলা।

২৯ ডিসেম্বর থেকে শুরু হয়েছে অনলাইন ইসলামিক বইমেলা ২০২০। মেলাটি চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।

স্বনামধন্য ৩৫টি প্রকাশনী নিয়ে মেলাটি আয়োজন করেছে, বাংলাদেশ, সৃজনশীল ইসলামি পুস্তক প্রকাশক সমিতি ও ওয়াফি লাইফ ডটকম।

মেলা উপলক্ষ্যে ইতোমধ্যে ১৮টি বই প্রকাশিত হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রকাশনী দিচ্ছে মূল্যছাড়।

মেলায় অংশগ্রহণকারী প্রকাশনীগুলো হলো: মাকতাবাতুল আশরাফ, হুদহুদ প্রকাশন, আবরন প্রকাশন, গার্ডিয়ান পাবলিকেশনস, মাকতাবাতুল আসলাফ, নবপ্রকাশ, দারুল আরকাম, বইঘর, আর রিহাব, রুহামা, বই পল্লী, নাশাত পাবলিকেশন, সোজলার পাবলিকেশন, কানন, উদ্দীপন, সমকালীন প্রকাশন, সিশান, মাকতাবাতুল হাসান, মাকতাবাতুল বায়ান, সমর্পণ, রাহনুমা প্রকাশনী, আযান প্রকাশনী, মাকতাবাতুল ইত্তিহাদ, মাকতাবাতুত তাকওয়া, জাদীদ, দ্য সুলতান, পথিক, শব্দতরু, প্রজন্ম, মুসলিম ভিলেজ, প্রচ্ছদ প্রকাশন, ইসলাম হাউজ, নিয়ন পাবলিকেশন, হাসানাহ, পড় প্রকাশ, কালান্তর প্রকাশনী।

এছাড়াও বিভিন্ন প্রকাশনী নিজস্ব উদ্যোগে ঘোষণা করেছে বিশেষ মূল্যছাড়।

The post ইসলামিক বইমেলায় শেষ হচ্ছে বছর appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2X4hq2h

No comments:

Post a Comment