Saturday, December 26, 2020

ভ্যাকসিন নিলেন সৌদি যুবরাজ সালমান

ফাতেহ ডেস্ক:

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান শুক্রবার নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন।

আরব নিউজ জানিয়েছে, সালমান ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের প্রথম ডোজটি নিয়েছেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সাধারণ মানুষকে ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করতে যুবরাজ সালমান ভ্যাকসিন নিয়েছেন। ভ্যাকসিন নিতে সাহায্য করার জন্য তাকে ধন্যবাদ। আমরা দ্রুত সবাইকে ভ্যাকসিন দিতে চাই।’

তিনি বলেন, ‘জনগণের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে প্রথমে পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই টিকা আনা হয়েছে। আন্তর্জাতিকভাবে অনুমোদিত টিকা আনতে দেশের জনগণের জন্য সরকার কাজ করছে।’

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ ৬১ হাজার নয়শ তিনজন এবং মারা গেছে ছয় হাজার একশ ৬৮ জন।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, গত মঙ্গলবার টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫ লাখের বেশি মানুষ টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। আগামী বছরের শেষ নাগাদ দেশটির ৭০ শতাংশ জনগোষ্ঠীকে টিকা দেওয়া সম্ভব হবে বলে গত নভেম্বরে আশাবাদ ব্যক্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

The post ভ্যাকসিন নিলেন সৌদি যুবরাজ সালমান appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/38yRwt3

No comments:

Post a Comment