Wednesday, December 23, 2020

করোনা টিকায় শুয়োরের জিলেটিন, অনুমোদন দিল আমিরাত ফতোয়া কাউন্সিল

আন্তর্জতিক ডেস্ক:

করোনারভাইরাসের টিকায় শুয়োরের নিঃসৃত জিলেটিন ব্যবহার করলেও তা প্রয়োগে অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ ইসলামিক কর্তৃপক্ষ ফতোয়া কাউন্সিল। তারা বলছে, করোনা টিকা তৈরি করতে শুয়োরের দেহাংশ ব্যবহার করা হলেও তা মুসলিম রাষ্ট্রে প্রয়োগ করা যাবে।

মঙ্গলবার ফতোয়া কাউন্সিল ঘোষণা দেয়, ইসলামিক শরিয়াহ অনুযায়ী মানব শরীরের সুরক্ষার উদ্দেশ্যে এ টিকা ব্যবহার করা যাবে।

ফতোয়া কাউন্সিলের চেয়ারম্যান শেখ অবদাল্লাহ বিন বায়াহ জানিয়েছেন, শুয়োরজাত পণ্যকে ইসলাম ধর্মে নিষিদ্ধ ঘোষণা করা হলেও ‘মানবদেহ রক্ষার’ স্বার্থে শুয়োরের জিলেটিন থেকে তৈরি টিকা গ্রহণের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে না।

কাউন্সিলের মতে, শুয়োরের জিলেটিন ওষুধ হিসেবে গ্রহণ করা হবে, খাদ্য হিসেবে নয়।

সূত্র: গালফ নিউজ ও হিন্দুস্তান টাইমস।

The post করোনা টিকায় শুয়োরের জিলেটিন, অনুমোদন দিল আমিরাত ফতোয়া কাউন্সিল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3roHrrd

No comments:

Post a Comment