Saturday, November 21, 2020

সরকার পতনের বিক্ষোভকে ‘জলসা’ বললেন ইমরান

ফাতেহ ডেস্ক:

পাকিস্তানের বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে যে বিক্ষোভ করছে, তার একটি র‌্যালিকে জলসার সঙ্গে তুলনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

শনিবার ইমরান টুইটে বলেন, ‘যারা কঠোর লকডাউন চেয়েছিল, তারাই এখন জনগণের নিরাপত্তার সঙ্গে বেপরোয়া খেলা খেলছে। এমনকি আদালতের নির্দেশ অমান্য করছে। যখন করোনা নাটকীয়ভাবে বাড়ছে, তখন জলসার আয়োজন করছে।’

বিরোধীদের অভিযোগ, ২০১৮ সালে সেনাবাহিনীর সহায়তায় নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতায় এসেছেন ইমরান।

করোনাভাইরাস মহামারীর কারণে জনসমাগম আয়োজন করার ব্যাপারে সরকারের নিষেধাজ্ঞা থাকলেও রবিবার পেশোয়ারে হাজার হাজার বিক্ষোভকারীর অংশগ্রহণে বিক্ষোভ কর্মসূচি পালন হওয়ার কথা রয়েছে।

ইমরান খান বলেছেন, বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে চলা দুর্নীতির মামলার কার্যক্রম বন্ধ করার জন্য এই প্রচারণা চালানো হচ্ছে।

রাজনীতির সঙ্গে নিজেদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে পাকিস্তানের ক্ষমতাধর সেনাবাহিনী আর ইমরান খানও তার নির্বাচনে বিজয়ের ব্যাপারে সেনাবাহিনীর সম্পর্ক থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

২০২৩ সালের আগে পাকিস্তানে সাধারণ নির্বাচন হবে না।

১৬ অক্টোবর থেকে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) একের পর এক বিক্ষোভ আয়োজন করেছে। দক্ষিণপন্থী ধর্মীয় দল থেকে শুরু করে কিছুটা বামপন্থী চিন্তাধারার দল, এমনকি ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী দলের সদস্যরাও এই দলের সঙ্গে যুক্ত।

দেশটির চারটি রাজ্যের তিনটিতেই – পাঞ্জাব, সিন্ধ ও বেলুচিস্তান – বড় ধরনের র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

খাইবার পাখতুনওয়ালা রাজ্যে রবিবারেই প্রথমবারের মতো সরকার বিরোধী র‍্যালি হতে যাচ্ছে।

The post সরকার পতনের বিক্ষোভকে ‘জলসা’ বললেন ইমরান appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/35UW4df

No comments:

Post a Comment