Sunday, November 22, 2020

কক্সবাজার সৈকতে মাস্ক ব্যবহার না করায় ৪২ জনকে জরিমানা

ফাতেহ ডেস্ক:

কক্সবাজারে এখন পর্যটকের ঢল। কিন্তু তারা স্বাস্থ্যবিধি মানছে না। ব্যবহার করছেন না মাস্ক। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রচারণার পাশাপাশি করা হচ্ছে জেল জরিমানা।

আজ রোববার সকাল থেকে সমুদ্র সৈকতের লাবনী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। বিকেল ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত ৪২ জন পর্যটক ও ব্যবসায়ীকে মোট ছয় হাজার ২০ টাকা জরিমানা করেন। এ সময় মাস্ক ছাড়া ব্যক্তিদের তাৎক্ষণিক মাস্ক কিনে পরতে বাধ্য করেন আদালত।

এই তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সৈয়দ মুরাদ ইসলাম জানান, করোনাভাইরাস থেকে রক্ষার্থে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে জেল-জরিমানার চেয়ে প্রচারণাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলাবাসী ও বেড়াতে আসা পর্যটকের নিরাপত্তায় এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে জেলা প্রশাসকের এ অভিযানকে স্বাগত জানিয়েছে সচেতন লোকজন ও বেড়াতে আসা পর্যটকরা।

The post কক্সবাজার সৈকতে মাস্ক ব্যবহার না করায় ৪২ জনকে জরিমানা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3nZ95bZ

No comments:

Post a Comment