Friday, November 20, 2020

১২ দেশের ভিসা স্থগিত করল আমিরাত

ফাতেহ ডেস্ক:

১২ দেশের নাগরিকদের ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, আমরা জানতে পেরেছি আমিরাত সাময়িকভাবে পাকিস্তান-সহ ১২টি দেশকে ভিসা দেওয়া বন্ধ রেখেছে। তবে এরই মধ্যে যে ভিসা দেওয়া হয়ে গেছে, সেগুলো আর বাতিল হবে না। খবর ইকোনমিক টাইমস।

পাকিস্তান ছাড়াও আমিরাত সরকারের ভিসা নিয়ে এই নয়া নির্দেশ জারি হয়েছে তুরস্ক, ইরান, ইয়েমেন, সিরিয়া, ইরাক, সোমালিয়া, লিবিয়া, কেনিয়া ও আফগানিস্তানের ক্ষেত্রে।

আমিরাত যে-যে বিভাগগুলোতে ভিসা দেয়, তার মধ্যে ব্যবসা, পর্যটন যেমন পড়ে, তেমন ট্রানজিট বা ছাত্র-ভিসাও রয়েছে। তবে কোন কোন বিভাগে ভিসা দেওয়া স্থগিত হচ্ছে, তা এখনো জানা যায়নি।

এর আগে চলতি বছরের জুন মাসের শুরুতে পাকিস্তানে করোনা সংক্রমণ বাড়ায় ৩ জুলাই পর্যন্ত সে দেশে বিমান পরিষেবা বন্ধ রেখেছিল এমিরেটস।

The post ১২ দেশের ভিসা স্থগিত করল আমিরাত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3nHqOV3

No comments:

Post a Comment