Wednesday, November 18, 2020

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২১১১, মৃত ২১

ফাতেহ ডেস্ক:

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার ২৭৫ জনে।বুধবার মহামারীর হালনাগাদ তথ্য জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এ সময়ে দুই হাজার ১১১ জন নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৩৮ হাজার ৭৯৫ জনে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও এক হাজার ৮৯৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে তিন লাখ ৫৪ হাজার ৭৮৮ জন হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। তা ২৬ অক্টোবর ৪ লাখ পেরিয়ে যায়। এর মধ্যে গত ২ জুলাই চার হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। ৪ নভেম্বর তা ছয় হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৪তম স্থানে আছে বাংলাদেশ। আর মৃতের সংখ্যায় রয়েছে ৩২তম অবস্থানে।

The post গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২১১১, মৃত ২১ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2ILEsrn

No comments:

Post a Comment