Friday, October 30, 2020

ছবিতে আজকের যত বিক্ষোভ

ফাতেহ ডেস্ক:

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করায় ক্ষুব্ধ বিশ্ব মুসলিমের হৃদয়ে। বিক্ষোভ সমাবেশ হচ্ছে বিশ্বজুড়ে। পিছিয়ে নেই বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম রাষ্ট্র বাংলাদেশও। বিশ্বনবির অবমাননায় উত্তাল সারাদেশ। দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হওয়া বিক্ষোভ মিছিল নিয়ে সাজানো হয়েছে আজকের ফটো ফিচার।

No description available.

জাতীয় সংসদের চলতি অধিবেশনে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করার আহ্বান জানিয়েছে সমমনা ইসলামী দলগুলো। পাশাপাশি অবিলম্বে ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে সরকারীভাবে রাসূলের অবমাননার প্রতিবাদ জানানো এবং রাসূলের ইজ্জত ও সম্মান রক্ষার্থে ফ্রান্সের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও অর্থনৈতিক অবরোধ আরোপ করারও আহ্বান জানিয়েছে।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে সমমনা ইসলামী দল সমুহ আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশ থেকে এ দাবি জাানানো হয়।

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সা. কে অবমাননার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম জেলা। চট্টগ্রাম মহানগর হেফাজতের সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে আজ শুক্রবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

No description available.

উত্তরায় হেফাজতে ইসলামের ব্যানারে নবিজি সা. এর অবমাননার প্রতিবাদে ফ্রান্সের বিরুদ্ধে উত্তপ্ত জনসমুদ্র।

ফেনীতে হেফাজতের বিক্ষোভ মিছিল

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে, ফেনী শহরের ট্রাংকরোড দোয়েল চত্বরে হেফাজতে ইসলাম ফেনীর সভাপতি হাফেজ রশিদ আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা হেফাজত ইসলামের নেতারা।

200906

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সা. কে অবমাননার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সাভার উপজেলা। আজ (৩০ অক্টোবর) শুক্রবার বাদ জুমা সাভার পৌরস্থ সিটি সেন্টারের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, বিশেষ অতিথি ছিলেন হেফাজত ঢাকা মহানগর যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর কোম্পানীগঞ্জ ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারস্থ বঙ্গবন্ধু চত্বর থেকে মিছিলটি রুপালী চত্বর,কেন্দ্রীয় মসজিদ, হলরোড়, উত্তর বাজার হয়ে বঙ্গবন্ধু চত্বরে এসে মুনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

Image may contain: 15 people, crowd

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর গাজীপুর মহানগর এলাকায় বিশ্বনবি সা. এর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর জাতীয় ইমাম ও উলামা পরিষদের উদ্যোগে রাজধানীর মুগদা এলাকায় বিশ্বনবি সা. এর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ দৌলতখান ওলামা ও আইম্মা পরিষদের উদ্যোগে ভোলার দৌলতখানে বিশ্বনবি সা. এর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়া বৃহত্তর মিরপুর-এর উদ্যোগে সর্বস্তরের তৌহিদী জনতার অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা মিরপুর এক নাম্বার গোল চক্কর সংলগ্ন মুক্তবাংলা শপিং কমপ্লেক্সে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইলের এলেঙ্গায় বিশ্বনবি সা. এর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভূলতা গাউছিয়ায় বিশ্বনবি সা. এর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর কুমিল্লার মুরাদনগর উপজেলার আল্লাহু চত্ত্বরে বিশ্বনবি সা. এর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

No description available.

মানবতার মহান নেতা হযরত মুহাম্মদ সা. এর অবমাননার প্রতিবাদ এবং নাত পরিবেশনা কর্মসূচীর আয়োজন করেছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব। আজ শুক্রবার (৩০ অক্টোবর) জুমার আগে প্রেসক্লাবের সামনে তাদের এই সাংস্কৃতিক কর্মসূচী আয়োজিত হয়।

 

No description available.

আজ বাদ জুমা সিদ্ধরগঞ্জ উলামা পরিষদের উদ্দোগে রাসূলের অবমাননার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসরক চাটাগাং রোডে এক বিশাল সমাবেশর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ ওলামা পরিষদের সম্মানিত সভাপতি মারকাযু কুরআন বাংলাদেশ -এর স্বনামধন্য প্রধান মুফতি মাওলানা জহিরুল ইসলাম।

শেরপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধরা।

গত ১৬ অক্টোবর প্যারিসের উপকণ্ঠে দেশটির এক স্কুল শিক্ষকের শিরশ্ছেদ করে ১৮ বছর বয়সী এক কিশোর। মহানবী হযরত মুহাম্মদ সা. এর বিতর্কিত কার্টুন শিক্ষার্থীদের প্রদর্শনের কারণে ক্ষুব্ধ ওই কিশোর স্কুল শিক্ষককে হত্যা করেন। পরে ফ্রান্সের সরকার ওই স্কুল শিক্ষককে দেশটির সর্বোচ্চ মরণোত্তর পদকে ভূষিত এবং বিভিন্ন ভবনের গায়ে মহানবী হযরত মুহাম্মদ সা. এর বিতর্কিত সেই কার্টুনের প্রদর্শন শুরু করে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কার্টুনের প্রদর্শনের ব্যবস্থার নির্দেশ দেন।

ফরাসি প্রেসিডেন্টর এই অবস্থানের প্রতিবাদে আরব উপসাগরীয় অঞ্চলসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ফ্রান্সের পণ্য বর্জনের হিড়িক পড়ে গেছে। অনেক খ্যাতনামা চেইন শপসহ ব্যবসা প্রতিষ্ঠান ফরাসি পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। করোনাকালে এই বর্জনের সুদূরপ্রসারী প্রভাব আঁচ করতে পেরে আরব দেশগুলোর প্রতি পণ্য বর্জন বন্ধের অনুরোধ জানিয়েছে ফ্রান্স।

রাকিব/

The post ছবিতে আজকের যত বিক্ষোভ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3mFcYCb

No comments:

Post a Comment