Sunday, September 5, 2021

আপাতত ১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়া হবে না: স্বাস্থ্য অধিদপ্তর

ফাতেহ ডেস্ক:

আপাতত ১৮ বছরের কম বয়সীদের করোনার ভ্যাকসিন দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর ড. রোবেদ আমিন এ তথ‌্য নিশ্চিত করে জানান, টিকা দেওয়ার বয়সসীমা ১৮ নির্ধারণ করা হয়েছে।

এর আগে শনিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য ফাইজার এবং মডার্নার টিকা দেওয়া হতে পারে।’

তিনি বলেন, ‘১৮ বছরের ওপরে যে কোনো টিকা দেওয়া যাবে। ১৮ বছরের নিচে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য দেশের নির্দেশনা দেখে ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হতে পারে।’

শুরুতে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দিয়েছিলো সরকার। পরে তা কমিয়ে ৪০ বছর করা হয়। তৃতীয় দফায় কমিয়ে ৩৫ বছর করা হয়। চতুর্থ দফায় তা আরও কমিয়ে ৩০ বছর করা হয়েছে। ২৯ জুলাই করোনার টিকার নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে গিয়ে দেখা গেছে, ২৫ বছর ও এর বেশি যে কোনো বয়সী বাংলাদেশি করোনার টিকা নেওয়ার জন্য আবেদন করতে পারছেন। সর্বশেষ (২৯ জুলাই) সরকারি এক ঘোষণায় বলা হয়েছে, ৮ আগস্ট থেকে ১৮ বছরের বেশি বয়সী নাগরিকরাও নিবন্ধন করতে পারবেন।

The post আপাতত ১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়া হবে না: স্বাস্থ্য অধিদপ্তর appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3h531gS

No comments:

Post a Comment