Thursday, September 2, 2021

ভ্রমণবিধি না মানলে সৌদিতে এক লাখ রিয়াল জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক:

ভ্রমণবিধি না মানলে সৌদিতে এক লাখ রিয়াল জরিমানা এবং পাঁচ বছরের জন্য দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

দেশটির মন্ত্রিসভায় এ আইন পাস হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়, অপরাধের মাত্রা অনুসারে পাঁচ হাজার থেকে শুরু করে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে নতুন এ আইনে। একই সঙ্গে তিন থেকে পাঁচ বছরের জন্য ভ্রমণ বিধিনিষেধ অমান্যকারীকে সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না।

বিমান চলাচল শুরু করলেও করোনার বিস্তার ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করে সৌদি আরব। এ ভ্রমণ নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের জন্য সম্প্রতি এ নতুন আইন করেছে সৌদি আরব।

দেশটির স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের অধিনে থাকা পাসপোর্ট ও অভিবাসন বিভাগ এ ব্যাপারে নজরদারি শুরু করছে।

The post ভ্রমণবিধি না মানলে সৌদিতে এক লাখ রিয়াল জরিমানা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3zEHAum

No comments:

Post a Comment