Monday, September 6, 2021

একদিনে ৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ফাতেহ ডেস্ক:

ডেঙ্গুতে দেশে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ৪৮ জনে। এই সময়ের মধ্যে আরো ৩৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর (ডিজিএইচএস) এই তথ্য জানিয়েছেন।

নতুন রোগীদের মধ্যে ২৮৪ জনকে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি ৪৬ রোগী ঢাকা বিভাগের বাইরে থেকে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত প্রায় এক হাজার ১৩১ রোগী ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। বাকি ১৩১ রোগী ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য কর্তৃপক্ষ গত ১ আগস্ট থেকে প্রতিদিন ২০০ বেশি ডেঙ্গু রোগী রেকর্ড করছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, এ পর্যন্ত ৯ হাজার ৬৬৮ ডেঙ্গু রোগীকে সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

মহামারী করোনার মাঝে ডেঙ্গুর প্রাদুর্ভাব বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে প্রথম ডেঙ্গু রোগী পাওয়া যায় ২০০০ সালে। ওই বছর ৯৩ জন মারা গিয়েছিল।

সূত্র : ইউএনবি

The post একদিনে ৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3E27fQm

No comments:

Post a Comment