Monday, September 20, 2021

ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ে তুরস্ক নেতৃত্ব দিচ্ছে: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ে তুরস্ক নেতৃত্ব দিয়ে আসছে।

রোববার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী তুর্কি নাগরিকদের সংগঠন টার্কিশ আমেরিকান ন্যাশনাল স্টিয়ারিং কমিটির (টিএএসসি) এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

এরদোগান বলেন, ‘আমরা আরো ভয়ঙ্কর ও গোপন এক ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি। করোনাভাইরাসের মতোই বিপজ্জনক এই ভাইরাস ইসলামোফোবিয়া নামে পরিচিত। কয়েক বছরে গণতন্ত্র ও স্বাধীনতার লালনক্ষেত্র হিসেবে পরিচিত দেশগুলোতে এই ভাইরাস খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে। ইসলামোফোবিয়া এমন এক প্রবণতায় পরিণত হয়েছে যা মুসলমানদের দৈনন্দিন জীবন ও সামাজিক শান্তিকে ক্ষতিগ্রস্ত করছে।’

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আমাদের ধর্ম ও আমাদের মুসলিম ভাইদের প্রতি সবধরনের হুমকি দূর করতে সর্বপ্রকার প্রচেষ্টা চালাচ্ছি।’

এর আগে জাতিসঙ্ঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যান প্রেসিডেন্ট এরদোগান। ২১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর এই অধিবেশন অনুষ্ঠিত হবে।

সূত্র : ইয়েনি শাফাক

The post ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ে তুরস্ক নেতৃত্ব দিচ্ছে: এরদোগান appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3kkZSvn

No comments:

Post a Comment