Sunday, July 3, 2022

আইনের শাসন সূচকে ১৩৯ দেশের মধ্যে বাংলাদেশ ১২৪

ফাতেহ ডেস্ক:

আইনের শাসন সূচকে বিশ্বের ১৩৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৪ তম। দক্ষিণ এশিয়ার ৬টি দেশের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। দক্ষি যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) গত শুক্রবার বৈশ্বিক আইনের শাসনের এই সূচক প্রকাশ করে।

এর আগে ২০২০ সালে ইনডেস্ক প্রকাশ করে। এতে ১৩৯টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান ছিলো ১২৫তম। এ হিসেবে গত বছরের চেয়ে এবার একধাপ উন্নতি করেছে। পক্ষান্তরে আইনের শাসন প্রশ্নে আন্তর্জাতিকভাবে ৭০তম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ারই আরেক দেশ নেপাল। এবারের সূচকে আন্তর্জাতিকভাবে এক নম্বরে অবস্থান করছে ডেনমার্ক।

একটি দেশের ৭টি বিষয়ের মানদণ্ডে এই সূচক নির্ণীত হয়। এর মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতার সীমাবদ্ধতার দিক থেকে বাংলাদেশের অবস্থান ১২৫তম। নিয়ন্ত্রণমূলক ক্ষমতার প্রয়োগের দিক থেকে ১২২তম, ফৌজদারি বিচারের দিক থেকে ১১৭তম, দেওয়ানি বিচার পাওয়ার দিক থেকে ১২৯তম, দুর্নীতি না হওয়ার দিক থেকে ১১২তম, জননিরাপত্তায় ১১১তম এবং সরকারি তথ্য প্রকাশের দিক থেকে ১০২তম অবস্থানে বাংলাদেশ। এই বিষয়গুলোর ৫টিতেই বাংলাদেশের অবস্থার অবনতি হয়েছে। শুধু জননিরাপত্তা ও বিশ্বের বিভিন্ন দেশের ১ লাখ ৩৮ হাজার খানা এবং ৪ হাজার ২০০ জন আইনজীবী ও বিশেষজ্ঞের মতামত নিয়ে এই সূচক করা হয়েছে। বাংলাদেশের ১ হাজার খানা (পরিবার) এবং আইন পেশাসংশ্লিষ্ট ১৭ জনের মতামত নেয়া জরিপে।

প্রকাশিত সূচকে বাংলাদেশের পরই উগান্ডা, হন্ডুরাস, জিম্বাবুয়ে ও মিয়ানমারের স্থান। বিশ্বে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর এটিই প্রথম প্রতিবেদন। তাতে দেখা যাচ্ছে, বেশির ভাগ দেশেই আইনের শাসন অবনতিশীল।

The post আইনের শাসন সূচকে ১৩৯ দেশের মধ্যে বাংলাদেশ ১২৪ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/0ugXxtq

No comments:

Post a Comment