Friday, July 9, 2021

খুলনায় একদিনে করোনায় মৃত্যু ৭১

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে বিভাগটিতে এক হাজার ৪৮৭ জনের মৃত্যু হলো করোনায়।

এই সময়ে খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৫৬ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত ৬৭ হাজার ৫৩১ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় ২৩ জন, বাগেরহাটে ২, যশোরে ৯, নড়াইলে ১, মাগুরায় ১, ঝিনাইদহে ১০, কুষ্টিয়ায় ১৪, চুয়াডাঙ্গায় ৬ এবং মেহেরপুরে ৫ জন মারা গেছেন।

কোভিড-১৯ মহামারির হটস্পটে পরিণত হয়েছে খুলনা। এর আগে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়। আর বুধবার ৬০ জনের মৃত্যু হয়েছিল।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

The post খুলনায় একদিনে করোনায় মৃত্যু ৭১ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2TM8roK

No comments:

Post a Comment