Thursday, July 29, 2021

কড়া শর্তে বিদেশি পর্যটকদের জন্য দরজা খুলছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি সরকার অনুমোদিত করোনার টিকার প্রয়োজনীয় সব ডোজ নেয়ার শর্তে প্রায় দেড় বছর পর বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত উন্মুক্ত করতে রাজি হয়েছে সৌদি আরব। শুক্রবার সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, আগামী ১ আগস্ট থেকে বিদেশি পর্যটকদের জন্য দরজা খুলে দেবে সৌদি আরব এবং পর্যটক ভিসাধারীদের প্রবেশাধিকারে স্থগিতাদেশও প্রত্যাহার করা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির পর্যটন মন্ত্রণালয়।

বার্তা সংস্থাটি জানিয়েছে, পর্যটকেরা কেবল সৌদি অনুমোদিত; অর্থাৎ ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা বা মডার্নার দুই ডোজ অথবা জনসন অ্যান্ড জনসনের করোনা টিকার এক ডোজ নেয়া থাকলেই দেশটিতে প্রবেশ করতে পারবেন। সৌদিতে পৌঁছে তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

তবে স্বদেশ ছাড়ার আগের ৭২ ঘণ্টার মধ্যে করা করোনা টেস্টের নেগেটিভ ফলাফল আসা এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে সকল তথ্যাদি জমা দিয়ে নিবন্ধন করতে হবে পর্যটকদের।

তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার প্রচেষ্টায় পর্যটন খাত ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এই লক্ষ্যে ২০১৯ সালে প্রথমবারের মতো পর্যটক ভিসা ইস্যু করা শুরু করে মধ্যপ্রাচ্যের দেশটি।

সূত্র: এনডিটিভি

The post কড়া শর্তে বিদেশি পর্যটকদের জন্য দরজা খুলছে সৌদি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3xcLf0k

No comments:

Post a Comment