Wednesday, July 28, 2021

প্রতিদিন ছয় লাখ মানুষকে টিকা দিতে হবে : আইএমএফ

ফাতেহ ডেস্ক:

আগামী ডিসেম্বর মাসের মধ্যে দেশের ৪০ শতাংশ মানুষ টিকার আওতায় আনতে প্রতিদিন ছয় লাখের বেশি মানুষকে টিকা দিতে হবে। মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক আপডেট প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের ৪০ শতাংশ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে প্রতিদিন শূন্য দশমিক ৩৬ শতাংশ মানুষকে টিকা দিতে হবে। আইএমএফের এ হিসাব ধরলে প্রতিদিন ছয় লাখের মতো মানুষকে টিকা দিতে হবে।

আইএমএফের প্রতিবেদনের তথ্য-উপাত্তের ভান্ডারে এ–সংক্রান্ত তথ্য দেয়া হয়েছে। দেশের পৃথিবীর বিভিন্ন দেশের ৪০ শতাংশ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে প্রতিদিন কত শতাংশ জনগোষ্ঠীকে টিকা দিতে হবে, সে চিত্র দেয়া হয়েছে।

বাংলাদেশ সরকার গত ফেব্রুয়ারি মাস থেকে টিকা দেয়া শুরু করলেও মাঝখানে টিকার সরবরাহসঙ্কটে বেশি কিছুদিন কার্যক্রম বন্ধ ছিল। তবে কয়েক দিন আগে থেকে আবারো টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে।

টিকা দেয়ায় কারা এগিয়ে গেল—এর একটি চিত্রও আইএমএফ তুলে ধরেছে। আইএমএফের প্রতিবেদন অনুযায়ী, উন্নত দেশগুলো তাদের ৪০ শতাংশ জনগোষ্ঠীকে টিকার দুটি করে ডোজ দিয়ে ফেলেছে। উদীয়মান অর্থনীতির দেশগুলো ১১ শতাংশ জনগোষ্ঠীকে টিকা দিয়েছে। আর নিম্ন আয়ের উন্নয়নশীল দেশগুলোয় এই হার মাত্র ১ শতাংশ। উন্নত দেশগুলো দ্রুত টিকা দেয়ায় স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করছে। অন্যদিকে, টিকা দেয়ার হার কম থাকায় ভারতসহ কিছু দেশ করোনার নতুন ঢেউয়ে বিপাকে পড়েছে। এ কারণে এখন করোনা মহামারী দুটি ধারায় চলছে।

The post প্রতিদিন ছয় লাখ মানুষকে টিকা দিতে হবে : আইএমএফ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Wvm1Ob

No comments:

Post a Comment