Saturday, May 8, 2021

দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত : আইইডিসিআর

ফাতেহ ডেস্ক:

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, দেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন B.1.617 শনাক্ত হয়েছে। যশোরে কোয়ারেন্টাইনে ভারতফেরত ৬ জনের নমুনায় এ ধরন শনাক্ত হয়েছে।

এ সংক্রান্ত তথ্য জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) প্রকাশিত হয়েছে। এটি গত ২৮ ও ২৯ এপ্রিল সংগৃহীত নমুনা থেকে পাওয়া গেছে।

যে কোনো ভাইরাসই ক্রমাগত নিজের ভেতরে নিজেই মিউটেশন ঘটাতে করতে থাকে অর্থাৎ নিজেকে বদলাতে থাকে এবং তার ফলে একই ভাইরাসের নানা ধরন তৈরি হয়। করোনাভাইরাসের ভারত ভ্যারিয়েন্ট – যেটার বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে বি.১.৬১৭ – প্রথম ভারতে শনাক্ত হয় অক্টোবর মাসে। কত দ্রুত এবং কতদূর নতুন ধরনের এই ভাইরাসটি ভারতে ছড়িয়েছে তার সুনির্দিষ্ট ধারণা পেতে যে মাত্রায় নমুনা পরীক্ষা করতে হয় তা এখনও ভারতে সম্ভব নয়।

The post দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত : আইইডিসিআর appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3tvoSBp

No comments:

Post a Comment