Wednesday, May 5, 2021

১৬ মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান ‘লকডাউনের’ (বিধিনিষেধ) মেয়াদ আরো ১১ দিন বাড়ানো হয়েছে। আগামী ১৬ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে বুধবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বৃহস্পতিবার (৬ মে) থেকে জেলার মধ্যে বাস চলবে। তবে বন্ধ থাকবে আন্তঃজেলা গণপরিবহন। এছাড়া আগের মতোই ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে।

এতে বলা হয়েছে, দোকানপাট ও শপিং মল সকাল ১০টা থেকে রাত ৮.০০টা পর্যন্ত খোলা রাখা যাবে। প্রজ্ঞাপনে মাস্ক পরা শতভাগ নিশ্চিত করতেও বলা হয়েছে।

এছাড়া জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। সীমিত পরিসরে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে সাত দিন করে দু-দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ শেষ হবে বুধবার দিবাগত মধ্যরাতে।

The post ১৬ মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2PVstew

No comments:

Post a Comment