Monday, May 24, 2021

সৌদিতে বিনামূল্যে বাড়ানো যাবে আকামার মেয়াদ

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবে বিদেশী নাগরিকরা তাদের অবস্থানে আকামা (বসবাসের অনুমতি), বর্হিগমন ও পুনরায় আগমনের (এক্সিট অ্যান্ড রি-এন্ট্রি) ভিসার মেয়াদ ২ জুন পর্যন্ত বিনামূল্যে বাড়াতে পারবেন। দেশটির পাসপোর্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার সৌদি সংবাদমাধ্যমে এই খবর জানানো হয়।

সৌদি পাসপোর্ট কর্তৃপক্ষ ডাইরেক্টরেট জেনারেল অব পাসপোর্ট (জাওয়াজাত) জানিয়েছে, বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশনায় অর্থমন্ত্রীর অনুমোদনের ভিত্তিতে নতুন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জাওয়াজাত জানায়, নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের ওপর অর্থনৈতিক ও অর্থ যোগানে দুরূহ অবস্থার প্রভাব প্রশমনে নেয়া ব্যবস্থাপনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

করোনা সংক্রমণের কারণে সৌদি আরবের বাইরে গিয়ে আটকে পড়া বাসিন্দাদের সুবিধায় এই ব্যবস্থা নেয়া হয়েছে। মেয়াদ বাড়ানোর এই প্রক্রিয়া সৌদি আরবের জাতীয় তথ্য কেন্দ্রের সহায়তায় স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হবে বলে জানায় জাওয়াজাত।

গত ১৭ মে থেকে সৌদি আরব আন্তর্জাতিক রুটে বিমান যোগাযোগে নিষেধাজ্ঞা তুলে নিলেও করোনা সংক্রমণ ও নিরাপত্তাজনিত কারণে মোট ১৩টি দেশের সাথে অনুমতি ছাড়া ভ্রমণে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। দেশগুলো হলো; লিবিয়া, সিরিয়া, লেবানন, ইয়েমেন, ইরান, তুরস্ক, আর্মেনিয়া, সোমালিয়া, কঙ্গো, আফগানিস্তান, ভেনেজুয়েলা, বেলারুশ ও ভারত।

সূত্র : সিয়াসত ডেইলি

The post সৌদিতে বিনামূল্যে বাড়ানো যাবে আকামার মেয়াদ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Snxr4D

No comments:

Post a Comment