Sunday, May 9, 2021

মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ আব্দুর রহমানের ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের কাসিম অঞ্চলের সাবেক বিচারপতি ও মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ আব্দুর রহমান আল আজলান ইন্তেকাল করেছেন।

শুক্রবার (৭ মে) ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আল আরাবিয়ার খবরে বলা হয়, শায়খ আব্দুর রহমান আল আজলান ৩৫ বছর ধরে মসজিদুল হারামে শিক্ষাদানে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। মসজিদুল হারামে উলুমে শরিয়া বিষয়ে লেকচার দিতেন তিনি। তার ক্লাসে পৃথিবীর বিভিন্ন দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করতেন। করোনা মহামারী ছড়িয়ে পড়ার পরও তিনি অনলাইনে লেকচার চালু রেখেছিলেন।

শায়খ আব্দুর রহমান আল আজলান ১৯৩৬ সালে সৌদি আরবের কাসিম প্রদেশে জন্মগ্রহণ করেন।

কাসিম প্রদেশের রাজধানী বুরাইদাতে ফয়সালিয়া নামক স্কুলে তার পড়াশোনার হাতেখড়ি হয়। এখানেই তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপরে তিনি ইমাম মোহাম্মদ বিন সাউদ ইসলামি ইউনিভার্সিটিতে শরিয়া বিভাগে পড়াশোনা করেন।

The post মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ আব্দুর রহমানের ইন্তেকাল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3hhQhEv

No comments:

Post a Comment