Saturday, April 17, 2021

শায়খ ড. ইউসুফ আল-কারাজাভি করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্ববিখ্যাত মুসলিম স্কলার ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের সাবেক প্রেসিডেন্ট এবং বর্ষীয়ান আলেমেদ্বীন শায়খ ড. ইউসুফ আল-কারাজাভি করোনায় আক্রান্ত হয়েছেন। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে এমনটা জানা গেছে।

শনিবার (১৭ এপ্রিল) শায়খ আল-কারাজাভির অফিসিয়াল টুইটার থেকে জানানো হয়, সম্মানিত শায়খ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে আলহামদুলিল্লাহ, তার অবস্থা ভালো। পাশাপাশি তিনি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করছেন। তিনি তার শুভানুধ্যায়ীদের আশ্বস্ত করতে চান এবং তাদের কাছে সুস্থ ও নিরাপদ থাকার দোয়া কামনা করছেন।

শায়খ প্রফেসর ড. ইউসুফ আবদুল্লাহ আল-কারজাভি (১৯২৬-) মিশরীয় বংশোদ্ভূত একজন প্রভাবশালী আধুনিক ইসলামি তাত্ত্বিক ও আইনজ্ঞ। মুসলিম ধর্মতত্ত্বিকদের অভিজাত সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সে (International Union of Muslim scholars)-এর সাবেক চেয়ারম্যান। আধুনিক উদ্ভূত নানা জটিল সমস্যার সাবলীল ও গভীর ইজতিহাদভিত্তিক সমাধানমূলক শতাধিক গবেষণা-গ্রন্থের রচয়িতা তিনি। তার গ্রন্থগুলো প্রকাশের পরপরই পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে জ্ঞানী, গবেষক, বোদ্ধামহল ও সাধারণ মানুষের কাছে ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে ।

শতবর্ষ ছুঁই ছুঁই বর্ষীয়ান এই আলেমেদ্বীন ও ধর্মতাত্ত্বিকের বিস্তৃত জ্ঞান ভাণ্ডার নিয়ে কয়েক ডজন পিএইচডি অভিসন্দর্ভ লেখা যেতে পারে । বর্ণিল জীবনের শেষ প্রান্তে এসেও জ্ঞান-গরিমা, গবেষণা-এষণা ও তথ্য এবং তত্ত্বের এই দেদীপ্যমান বাতিঘর সমহিমায় উজ্জ্বল।

The post শায়খ ড. ইউসুফ আল-কারাজাভি করোনায় আক্রান্ত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3smX4i1

No comments:

Post a Comment